Site icon Jamuna Television

ভোলায় ল‌ঞ্চের ধাক্কায় নৌকা ডু‌বির ঘটনায় নি‌খোঁজ জে‌লের মরদেহ উদ্ধার

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলার মেঘনা নদী‌তে যাত্রীবা‌হী ল‌ঞ্চের ধাক্কায় নৌকা ডু‌বির ঘটনায় নি‌খোঁজ জে‌লে মো. কামাল জমাদ্দারের লাশ উদ্ধার ক‌রে‌ছে কোস্টগার্ড। নিহত কামাল ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউ‌নিয়‌নের কন্দকপুর গ্রা‌মের বা‌সিন্দা।

শ‌নিবার (১ অক্টোবর) দুপুর ২টার দি‌কে সদ‌রের রাজাপুর ইউ‌নিয়‌নের মেঘনা নদী থে‌কে কামাল জমাদ্দারের লাশ উদ্ধার করা হয়। কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. কেএম শা‌ফিউল কিঞ্জল জানান, খবর পে‌য়ে কোস্টগার্ড সদস্যরা নি‌খোঁজ জে‌লে‌কে উদ্ধা‌রের জন্য কাজ শুরু ক‌রে। প‌রে দুপুর ২টার দি‌কে নি‌খোঁজ কামাল মা‌ঝির লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সদ‌রের রাজাপুর ইউ‌নিয়‌নের মেঘনা নদী‌তে শ‌নিবার ভো‌রের দি‌কে নৌকা নি‌য়ে মাছ শিকার কর‌ছিলেন স্থানীয় জে‌লে ইউসুফ ও কামাল। ওই সময় ঢাকা থে‌কে আসা এক‌টি যাত্রীবা‌হী ল‌ঞ্চের সা‌থে নৌকার ধাক্কা লা‌গে। এ‌তে নৌকা‌টি ডু‌বে যায়। এ‌ ঘটনায় ইউসুফ মা‌ঝি তীরে উ‌ঠে আস‌তে সক্ষম হ‌লেও নি‌খোঁজ ছি‌লেন কামাল।

এসজেড/

Exit mobile version