Site icon Jamuna Television

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার জুনায়েদ (২০) ও তিস্তার গেট এলাকার শিপু (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকার ক্যাপরি সিনেমা হলের পরিত্যক্ত ভবনে ধর্ষণের সময় জুনায়েদ ও শিপুকে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করে ক্ষুব্ধ জনগণ। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসজেড/

Exit mobile version