Site icon Jamuna Television

দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডে কোহলির পাশে বাবর

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে ভিরাট কোহলির পাশে নিজের নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কোহলির চেয়ে গড় এবং স্ট্রাইক রেটে পিছিয়ে থাকলেও সমান ৮১ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার।

লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৬ষ্ঠ ম্যাচে পেসার রিচার্ড গ্লিসনকে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক অর্জন করেন বাবর। যে ৮১ ইনিংসে ৩ হাজার রান করে কোহলির পাশে বসেছেন বাবর, তাতে পাকিস্তানী ব্যাটারের গড় ৪৩ এবং স্ট্রাইক রেট ১২৯। অন্যদিকে, ৫০ গড় ও ১৩৮ স্ট্রাইক রেটে রান করেছেন ভিরাট কোহলি। তাই ম্যাচের সংখ্যা সমান হলেও টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ বিষয় ‘ইম্প্যাক্ট’ বেশ ভিন্ন দুই ব্যাটারের জন্য।

এর আগে, ১০১ ইনিংসে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ১০৮ ইনিংসে রোহিত শর্মা ও ১১৩ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

আরও পড়ুন: পাকিস্তানি বোলারদের নিয়ে ছেলেখেলা করে বড় জয় ইংল্যান্ডের, সিরিজে সমতা

/এম ই

Exit mobile version