Site icon Jamuna Television

ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেনকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা জার্মানির

ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেনকে উন্নত চারটি আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। শনিবার (১ অক্টোবর) ওডেসায় একটি অঘোষিত সফরের সময় জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এ কথা জানান। খবর রয়টার্সের।

এ দিন ল্যামব্রেখট বলেন, কয়েক দিনের মধ্যে আমরা ইউক্রেনকে খুব আধুনিক আইআরআইএস-টি এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করব। এটিকে ড্রোন প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ইউক্রেনে ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ফলে প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিক এবং ক্ষতি হচ্ছে অবকাঠামোর।

যদিও জার্মান সশস্ত্র বাহিনী বর্তমানে এই সিস্টেমের মালিক নয়। তবে এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে গণ্য করা হয়।

এটিএম/

Exit mobile version