Site icon Jamuna Television

আজ মহা সপ্তমী, মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা সপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান।

নব পত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় সপ্তমীর আনুষ্ঠানিকতা। খাদ্য সংকট কাটাতে ৯টি উদ্ভিদ দিয়ে সাজানো হয় নব প্রত্রিকা। এরপর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার প্রতিমায়।

দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। উপোষ রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করেন তারা। মায়ের কাছে ভক্তদের প্রার্থনা, যুদ্ধ, বিগ্রহ হানাহানিমুক্ত একটি শান্তির পৃথিবী।

এটিএম/

Exit mobile version