Site icon Jamuna Television

ফের বায়ার্নের ডেরায় করোনার হানা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস হানা দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ডেরায়। দলের দুই ফুটবলার জশুয়া কিমিখ ও থমাস মুলার সংক্রমিত হয়েছেন কোভিড-১৯ ভাইরাসে।

বায়ার্ন আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, দু’জন ফুটবলারেরই করোনার কোনো উপসর্গ নেই। কিমিখ ও মুলার দু’জনই নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। গত শুক্রবার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিটই খেলেছেন এই দুই জার্মান ফুটবলার।

এর আগে জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন গোলরক্ষক নয়ার ও মিডফিল্ডার গোরেজগা।

ইউএইচ/

Exit mobile version