Site icon Jamuna Television

ইরানে বিক্ষোভ-সংঘাতে প্রাণহানি ১০০ ছুঁই ছুঁই

ইরানে তৃতীয় সপ্তাহে গড়ালো পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভ-প্রতিবাদ। প্রাণহানি পৌঁছেছে ১০০’র কাছাকাছি। খবর এপির।

রোববার (২ অক্টোবর) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায় এ তথ্য। দাবি দেশটির জাহেদান শহরেই গেলো এক সপ্তাহের বিক্ষোভ-সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন।

গেলো মাসে কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার হন মাহশা আমিনি। পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ১৬ সেপ্টেম্বর ঐ নারীর মৃত্যু হয়। এরপরই হিজাব বিরোধী ক্ষোভ ছড়ায় গোটা ইরানে। দেশটির নারীদের সমর্থন জানাচ্ছে অন্যান্য দেশও।

তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অভিযোগ, দেশে অসন্তোষ ছড়ানোর পেছনে রয়েছে পশ্চিমা উসকানি। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধাপ্রদান এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছে ইইউ।

এটিএম/

Exit mobile version