Site icon Jamuna Television

ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে জার্মানি

ছবি: সংগৃহীত

রুশ বিমান ও ক্ষেপনাস্ত্র হামলা থেকে আত্মরক্ষা করতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ করা হবে জার্মানি প্রতিশ্রুত ৪টি এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথমটি। খবর রয়টার্সের।

সোমবার (১০ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট।

ল্যামব্রেখট জানিয়েছেন, কিয়েভে নতুন করে যে হামলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতোটা জরুরি। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন। এজন্যই এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত বহু আহত ও এগারো জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া কিয়েভে অবস্থিত জার্মানির দূতাবাসের ভিসা অফিসেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র।

/এসএইচ

Exit mobile version