Site icon Jamuna Television

গাজীপুর সিটি নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। ৪২৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৮২টির অনানুষ্ঠানিক ফল পাওয়া গেছে।

যাতে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন, ২ লাখ ৭ হাজার ৫১৮ ভোট। বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন, ৯০ হাজার ৭০০ ভোট। মঙ্গলবার সকাল থেকে ৪২৫ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ৯ কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

গাজীপুর সিটি কর্পোরেশনে এবার মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ আর নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

Exit mobile version