Site icon Jamuna Television

কৃষি মন্ত্রণালয়ের কাজ উৎপাদন ঠিক রাখা, দাম নির্ধারণের কাজ বাণিজ্য মন্ত্রণালয়ের: কৃষিমন্ত্রী

ফাইল ছবি।

কৃষি মন্ত্রণালয়ের কাজ উৎপাদন ঠিক রাখা আর দাম ঠিক করার কাজ বাণিজ্য মন্ত্রণালয়ের। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, দেশে খাদ্যশস্যের যে যোগান, তাতে দেশে দুর্ভিক্ষ হবার সুযোগ কম।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চালের যোগান দেশে যথাযথ আছে। যে কারণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সুযোগ থাকলেও তা করছেন না ব্যবসায়ীরা। গম ছাড়া সকল কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে। গমের বদলে মানুষ চালের দিকে বেশি ঝুঁকেছে, যে কারণে চালের চাহিদা আগের থেকে বেড়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, চালে ভর্তুকি দিয়ে সরকার সবার জন্য ব্যবস্থা করতে পারবে না, কেবল দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা খাতে দেয়া হয়।

আগামীকাল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান করা হবে। আগামী বছর থেকে কৃষি সাংবাদিকতায় পুরস্কার দেবে কৃষি মন্ত্রণালয়। বলেন, সার্বিক পরিস্থিতিতে দেশে সারের কোনো ঘাটতি নেই। তবে আগামী বছরটি কৃষি উৎপাদনের জন্য চ্যালেঞ্জিং হবে, আর তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে সরকার।

ইউএইচ/

Exit mobile version