Site icon Jamuna Television

বন্ধ হবে না ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখা: জেলা প্রশাসন

আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দেখা করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখা বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারেও প্রক্রিয়া নেয়া হবে বলে জানিয়েছেন তারা। জানা গেছে, এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত মৌখিক আশ্বাস দেয়া হয়েছে। বুধবারের মধ্যে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে এ ব্যাপারে লিখিত প্রতিশ্রুতিও দেয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে স্কুলের আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে এ আশ্বাস দেয় জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা এসিল্যান্ড শহিদুল ইসলাম সোহাগ। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরুন নাহার সেখানে উপস্থিত ছিলেন।

প্রিন্সিপাল কামরুন নাহার জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখা বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বর্তমান ধানমণ্ডি ক্যাম্পাসটি যেখানে আছে সেটি মূলত ভাড়া নেয়া, শীঘ্রই স্থায়ী ক্যাম্পাস স্থাপনের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

এর আগে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভিকারুননিসা নূনের ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে সেখানকার ছাত্রীরা। এরপর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা দাবি জানান, ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি ক্যাম্পাস ধানমণ্ডিতেই রাখতে হবে, তৈরি করতে হবে স্থায়ী ক্যাম্পাস।

এর আগে, মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডি ক্যাম্পাসের সামনে অবস্থান নেন ছাত্রী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, কোনো প্রকার নোটিশ ছাড়াই ক্যাম্পাস বন্ধ করার পাঁয়তারা করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে পড়ছে ১ হাজার ৯০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন।

/এসএইচ

Exit mobile version