Site icon Jamuna Television

কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সীমান্তের বৈকারী এলাকায় থেকে এক কেজি স্বর্ণসহ চোরাকারবারি জুলফিকার আলীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি জুলফিকার আলী বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত. সলেমান মোল্লার ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, বিজিবির একটি টহলদল সীমান্তের বৈকারী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারি জুলফিকার আলীকে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি ১৬০ গ্রাম ওজনের দশ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজারমূল্য ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।

আটকের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এয়াড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version