Site icon Jamuna Television

আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে

ছবি : সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে সোমবার মাঠে নামবে চার দল। এদিন সকাল ১০টায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। আরেক ম্যাচে দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

সুপার টুয়েলভ নিশ্চিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। সে জায়গায় স্কটল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে উইন্ডিজ।

টি-টোয়েন্টি আসরে সর্বোচ্চ ২ বারের চ্যাম্পিয়ন উইন্ডিজকে খেলতে হচ্ছে কোয়ালিফাই রাউন্ড। আরেক দিকে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটা হবে জমজমাট। দুই দলের শক্তিমত্তা কাছাকাছি থাকায় ম্যাচটাও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এএআর/ইউএইচ/

Exit mobile version