Site icon Jamuna Television

ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৫

মুম্বাইয়ের ঘাটকোপারে একটি নির্মাণাধীন ভবনের ওপরে চাটার্ড বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে  এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়,  মৃত পাঁচ জনের মধ্যে চার জনই বিমানকর্মী। বিমানচালক, দুই ইঞ্জিনিয়ার এবং এক জন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত অপর পঞ্চম ব্যক্তি স্থানীয় পথচারী। পাঁচ জনের দেহই সম্পূর্ণ ঝলসে গিয়েছে।

ভিটি-ইউপিজেড, কিং এয়ার সি ৯০ উড়োজাহাজটি পরীক্ষামূলক ফ্লাইটে জুহু এয়ারডোম থেকে যাত্রা করেছিল। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বিমানে আগুন ধরে যায়।

Exit mobile version