Site icon Jamuna Television

বৈশালী আত্মহত্যা ঘটনায় নতুন মোড়; অভিযোগের তীর প্রতিবেশীর দিকে

বৈশালী টাক্কার।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টাক্কারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নতুন এ তথ্য প্রকাশের পর অভিযোগের তীর এখন রাহুল নাভলানির নামের এক প্রতিবেশী ও তার স্ত্রীর দিকে।

বৈশালীর পরিবারের দাবি, বিয়ে ঠিক হওয়ায় বৈশালীর ‘আপত্তিকর’ ছবি ও ভিডিও তার হবু বর অভিনন্দনকে পাঠিয়েছিল রাহুল। ফলে ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বৈশালী। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুইসাইড নোটে বৈশালী লিখেছেন, রাহুল তাকে শারীরিক-মানসিকভাবে শেষ করেছে।

প্রসঙ্গত, পেশায় ব্যবসায়ী রাহুলের সঙ্গে আগে সম্পর্কে জড়িয়েছিলেন বৈশালী। কিন্তু যখনই অন্য পুরুষের সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হয়, তাতে বাধা হয়ে দাঁড়ান রাহুল। সুইসাইড নোটে একের পর এক বিয়ে ভাঙার পিছনেও রাহুলকেই দায়ী করে গিয়েছেন বৈশালী। এদিকে, বৈশালীর মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছেন ওই প্রতিবেশী।

/এসএইচ


Exit mobile version