Site icon Jamuna Television

সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস সদস্যরা

কে-পপ সুপার গ্রুপ বিটিএস।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে নাম লেখাচ্ছেন বিশ্ব কাঁপানো কে-পপ সুপার গ্রুপ বিটিএস সদস্যরা। এর মাধ্যমেই অবসান হতে যাচ্ছে ‘ব্যতিক্রম’ হিসেবে বাধ্যতামূলকভাবে সেনা বাহিনীতে যোগদানের এ নিয়ম থেকে বিটিএস সদস্যরা ছাড় পাবেন কিনা- সে বিতর্কের। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে বিটিএসের এজেন্সি হাইবে এর সিস্টার কনসার্ন বিগহিট মিউজিক জানিয়েছে, বিটিএস সদস্যরা তাদের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তাদের মিলিটারি সার্ভিসে যোগদানের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অত্যন্ত গর্বের সাথেই সেনাবাহিনীকে সেবা দিতে প্রস্তুত তারা।

বিবৃতিতে আরও জানানো হয়, বিটিএসের অন্যতম ভোকাল জিন গ্রুপের সবার আগে মিলিটারিতে নাম লেখাবেন। অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ তার একক গানের কাজ শেষ হলেই তিনি আর্মিতে যোগ দেবেন। অন্যান্য সদস্যরা নিজেদের শিডিউল অনুযায়ী সার্ভিসে নাম লেখাবেন।

প্রসঙ্গত, পরমাণু শক্তিসম্পন্ন প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে সার্বক্ষণিক যুদ্ধাবস্থায় থাকায় দক্ষিণ কোরিয়ার ৩০ এর কম বয়সী সব নাগরিকের সেনা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক।

/এসএইচ

Exit mobile version