Site icon Jamuna Television

হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু: ক্যাম্পাসে জানাজা সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে পড়ে মারা যাওয়া শিক্ষার্থী জি এম শাহরিয়ারের জানাজা হয়েছে ক্যাম্পাসে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজায় অংশ নেন উপাচার্য, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্ররা।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সম্মতিতে মরদেহ নিয়ে যাওয়া হয় ক্যাম্পাসে। পরে শাহরিয়ারের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান ভিসি। এ সময় শাহরিয়ারের সহপাঠীরা মৃত্যুর জন্য রাজশাহী মেডিকেলে চিকিৎসায় অবহেলাকে দায়ী করেন।
আরও পড়ুন: রামেকে রাবি শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ভাঙচুর
ইউএইচ/

Exit mobile version