Site icon Jamuna Television

টিকে থাকার ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার দেয়া ১৬৩ রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছে নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাচদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৩ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যাটিং শুরু করে লঙ্কানরা। সপ্তম ওভারে ভন মিকেরেনের জোড়া আঘাতে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ৩৬ রানের ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ৩১ রান করে আসালাঙ্কা আউট হলেও একপ্রান্ত আগলে অর্ধশত রান পেরিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কুশল মেন্ডিস। শেষ ওভারে ব্যক্তিগত ৭৯ রানে মেন্ডিস আউট হলেও দল পায় ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি।

প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৫৫ রানের হারের পর শেষ ম্যাচে বাঁচা মরার সমীকরণে লঙ্কানরা। গ্রুপ ‘এ’ থেকে কোন দুই দল যাচ্ছে সুপার টুয়েলভে তা নিশ্চিত হবে আজ।

ইউএইচ/

Exit mobile version