Site icon Jamuna Television

গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিসের

ছবি: সংগৃহীত

অনুশীলন না থাকায় বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জস ইংলিস। সেটাই কাল হলো তার। গলফ খেলার সময় হাত কেটে যাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে তাকে। অবস্থা বেশি খারাপ হওয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আলোচনার পর ইংলিসকে বিশ্বকাপ স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ইংলিসের বদলি এখনো ঘোষণা করা হয়নি। ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডরমট ও জস ফিলিপস আছেন সম্ভাব্য তালিকায়।

২৭ বছর বয়সী ইংলিস অবশ্য অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের একাদশে ছিলেন না। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল উইকেটকিপার ম্যাথু ওয়েড। বুধবার ছুটির দিনে ডেভিড ওয়ার্নার, কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডদের সঙ্গে সিডনির একটি গলফ কোর্সে গিয়েছিলেন ইংলিস। সেখানে ক্লাব হাতে একটি শট খেলতে গিয়ে গলফ স্টিকের ধাতব হাতলের দ্বারা হাতে আঘাত পান তিনি।

টুর্নামেন্ট শুরুর পর এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল মোট ৬ ক্রিকেটারের। বাকি পাঁচজনের তিনজন শ্রীলঙ্কার, একজন করে আছেন ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের।

এর আগে গলফ খেলতে গিয়ে চোটে পড়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছিল। বিশ্বকাপের জন্য ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) যেদিন দল ঘোষণা করে, সেদিন সকালে গলফ খেলতে পায়ে চোট পান বেয়ারস্টো।

ইউএইচ/

Exit mobile version