Site icon Jamuna Television

সুপার টুয়েলভ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। মূল পর্বে উঠতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের। একইসঙ্গে রানরেটের দিকেও নজর রাখার বিষয়টি তো ছিলই।

শেষ পর্যন্ত ডাচদের ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে নেদারল্যান্ডসকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে নামিবিয়া জয় পেলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেবে নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচ টানা জয়ও কোনো কাজে আসছে না তাদের।

কার্দিনিয়া পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান।

এ জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শ্রীলঙ্কা। ৪ পয়েন্টের সাথে তাদের রান রেট এখন ০.৬৬৭। সমান পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের রান রেট ঋনাত্মক, যা -০.১৬২।

/এমএন

Exit mobile version