Site icon Jamuna Television

জাতীয় নিরাপদ সড়ক দিবস বর্জন ঘোষণা যাত্রী কল্যাণ সমিতির

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

শনিবার (২২ অক্টোবর) দেশে ষষ্ঠবারের মতো পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। তবে রাষ্ট্রীয়ভাবে পালিত এ দিনটিকে বর্জন ঘোষণা করেছে যাত্রী কল্যাণ সমিতি। শুক্রবার (২১ অক্টোবর) সেগুনবাগিচায় যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, নিরাপদ সড়ক দিবসের জাতীয় অনুষ্ঠানে কখনও কোনো ভুক্তভোগী পরিবারকে আমন্ত্রণ করা হয় না। এ জন্য আমরা যাত্রী কল্যাণ সমিতি রাষ্ট্রীয়ভাবে পালিত নিরাপদ সড়ক দিবসের জাতীয় অনুষ্ঠান বর্জন করলাম।

যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়, দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়কে মৃত্যুর পাশাপাশি প্রতিদিন ২২০ জন মানুষ প্রতিবন্ধি হচ্ছে। আলোচকরা বলেন, আইনের ফাঁকফোঁকর দিয়ে চালকরা পার পেয়ে যান। ক্ষতিগ্রস্তরা সঠিক বিচার কিংবা আর্থিক সহায়তাও পায় না।

এ দিকে, এ দিন বনানীর বিআরটিএ ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আরেক সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জনবলের অভাবে সড়কের নৈরাজ্য কমছে না। এজন্য বাস মালিকদেরও দায় আছে। তারপরও বিআরটিএ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এই সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বিআরটিএর পক্ষ থেকে নেয়া নানা কর্মসূচির কথা জানানো হয়।

প্রসঙ্গত, দেশে প্রতিবছর ২৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। এছাড়া দুর্ঘটনায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধি হন। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু।

এসজেড/

Exit mobile version