Site icon Jamuna Television

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

স্বামীকে ৯৮ বার ডায়ালাইসিস সেশনের মধ্য দিয়ে যেতে দেখেছেন স্ত্রী। তাই স্বামীর এ কষ্ট দূর করতে নিজের একটি কিডনি দান করে দেন স্ত্রী। এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন ভারতীয় এক দম্পতি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে ওই দম্পতির সন্তান বাবা-মায়ের মধ্যকার এ অসাধারণ ভালোবাসার গল্প তুলে ধরেন।

টুইটে সন্তান লিও বলেন, আমার বাবাকে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস সেশনের মধ্য দিয়ে যেতে হতো। পুরো সেশনটি শেষ হওয়ার জন্য আমার মাকে ৫-৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। একপর্যায়ে বাবাকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করে দেন মা। এর চেয়ে ভালো কোনো প্রেমকাহিনী আমার জানা নেই।

৭০ বছর বয়সে কিডনি প্রতিস্থাপনের এ ঘটনার মাধ্যমে লিওর বাবা-মা দু’জনই কোচি হাসপাতালের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কিডনি দাতা ও প্রাপকের স্থান দখল করেন।

/এনএএস

Exit mobile version