পাঁচ জার্মান নাগরিক নিয়ে কোস্টারিকায় সাগরে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। শনিবার (২২ অক্টোবর) বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে আরোহীদের কাউকে উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচজনই প্রাণ হরিয়েছেন। খবর ইউএস নিউজের।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২১ অক্টোবর) মেক্সিকো থেকে কোস্টারিকার লিমনে যাচ্ছিল বিমানটি। আরোহীরা ছিলেন একই পরিবারের সদস্য। পথিমধ্যে লিমন বিমানবন্দরের মাত্র ২৮ কিলোমিটার দূরে সাগরে বিধ্বস্ত হয় সেটি। সে সময় বিপদ সংকেত দিয়েছিলেন পাইলট। তবে কয়েক মিনিটের ভেতরই বিচ্ছিন্ন হয় সংযোগটি।
এ নিয়ে কোস্টারিকার সহকারী নিরাপত্তা মন্ত্রী মার্টিন আরিয়াস বলেন, আমরা সাগরে যাত্রীদের কিছু মালামালসহ বিমানের ছোট একটি ধ্বংসাবশেষের অংশ উদ্ধার করেছি। সেটি বিধ্বস্ত হওয়া বিমানেরই ছিল, তা এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে বিমানের যাত্রীদের কাউকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি।
এসজেড/

