Site icon Jamuna Television

ফেন্সিডিলসহ গ্রেফতারের পর বহিষ্কার শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক

বহিষ্কারকৃত শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রিন্স (২২)।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতারের পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রিন্স (২২) কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিক স্থলনজনিত কার্যকলাপে জড়িত থাকায় ফাহিম আহমেদ প্রিন্স (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শ্রীনগর উপজেলা শাখা, মুন্সিগঞ্জ) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

বহিষ্কারাদেশের কপি।

এর আগে, মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর কেরানীগঞ্জ জনৈক হাজী কালুর বাড়ির ২য় তলার ভাড়া বাসা থেকে ফেন্সিডিল ও অপর ৩ সহযোগীসহ ফাহিমকে আটক করে র‍্যাব-১০। আটককৃত অপর তিন জন হলো- মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল বিক্রির নগদ ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের হাজী কালুর বাড়িতে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম মিয়া জানান, র‍্যাব বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version