Site icon Jamuna Television

কোহলির রেকর্ড ছাড়িয়ে গেলেন সিকান্দার রাজা

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচসেরার মুকুট উঠেছে সিকান্দার রাজার মাথায়। আর ম্যাচসেরা হয়েই তিনি ভারতের রান মেশিন বিরাট কোহলির এক রেকর্ড ছাড়িয়ে গেলেন।

এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৬বার ম্যাচসেরার কৃতিত্ব এতদিন দখলে ছিল কোহলির। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি বছর উড়ন্ত ফর্মে থাকা রাজা তাকেও ছাড়িয়ে গেলেন। ২০২২ সালে তিনি এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতেই পেয়েছেন ৬বার ম্যাচসেরার পুরস্কার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে পাকিস্তানের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে রাজা তুলে নিয়েছেন তিন উইকেট। এদিন পাকিস্তান দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর শান মাসুদ ও শাদাব খান ৫২ রানের জুটি গড়ে দলের বিপর্যয়ে হাল ধরেন। তবে শাদাব খানকে ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফেরানোর পরের বলেই হায়দার আলীকেও ফেরান রাজা।

এই দু’জনকে ফেরানোর পর নিজের শেষ ওভারে একা হাতে প্রতিরোধ করা শান মাসুদকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অফস্পিনার। ফলে নিজের কোটার ৪ ওভারে ২৪ রানের বিনিময় ৩ উইকেট নেন। যার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজা।

/এনএএস

Exit mobile version