Site icon Jamuna Television

শার্শায় ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

শার্শা থানা। ছবি : সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি:

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় মনির হোসেন (৩২) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মনির হোসেন বেড়ী নারায়ণপুর গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, রাতে কোনো এক সময় পিটিয়ে হত্যা করে মনির হোসেনের লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া নিহত মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলেও জানিয়েছে এলাকাবাসী।

শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে একটি আম বাগান থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। এ ঘটনায় শার্শা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এএআর/

Exit mobile version