Site icon Jamuna Television

পদ্মায় পানি বৃদ্ধি, নদী ভাঙ্গনের কবলে ৩ স্কুল

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ ৩টি স্কুল বিলীনের মুখে। হাইস্কুলের ভবন সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হলেও প্রাথমিক স্কুল ভবন ২টি নদীর মুখে রয়েছে। অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে হাট-বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহস্রাধিক ঘরবাড়ি।

জানা যায়, গত ২/৩ দিনে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের চর জানাজাত, কাঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে চর জানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩টি ভাঙ্গনের মুখে। নিলামের মাধ্যমে ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এখনো প্রাইমারি স্কুল ভবন সরানো শুরু হয়নি। তবে ভাঙ্গন ও পানি বাড়ায় চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনমতে অর্ধ বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা।

ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহবুব বলেন, পদ্মায় দ্রুত পানি বেড়ে চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙ্গনের কারণে ৩টি স্কুল আক্রান্ত হয়েছে। আর স্কুলটি সরিয়ে নেয়া হচ্ছে।

Exit mobile version