Site icon Jamuna Television

নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

দুর্নীতি দায়ে ক’দিন আগেই কারাগার থেকে ঘুরে আসা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

নাজিব রাজাকের মেয়ে নুরিয়ানা নাজওয়া নাজিব গত বৃহস্পতিবার অভিযোগ করেন, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পরে, নাজিব রাজাকের অন্য তিন সন্তানও একই অভিযোগ করেছেন। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেইটস নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া সন্তানদের নাম নুরিয়ানা নাজওয়া নাজিব, মোহাম্মদ নোরাশ্বমান নাচিক, মোহাম্মদ নিজার নাজিব ও পুতেরি নূরলিসা নাজিব।

নাজিবের ছেলে নিজার নাজিব জানান, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছে আমাদের পরিবার। এমনকি আমরা বিল পর্যন্ত দিতে পারছি না।

নির্বাচনে পরাজয়ের পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় তার সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো। তবে, এ বিষয়ে নাজিবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version