Site icon Jamuna Television

ইউপিডিএফের নেতাসহ ২৮ জনকে অপহরণের অভিযোগ

রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফের এক নেতাসহ ২৮ জনকে অপহরণের অভিযোগ করেছে সংগঠনটি।

আজ রবিবার বিকেলে জেলা কমিটির নেতা সচল চাকমা এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুপুরে কাউখালী থেকে ইউপিডিএফের পরিচালক প্রশাসন বকুল চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এর আগে সকালে ইঞ্জিন-চালিত বোটে কাঁচামালসহ কুদুকছড়ি বাজারে যাওয়ার সময় অপহরণ করা হয় ২৫ জনকে। জেএসএস ও ইউপিডিএফের সংস্কারপন্থিরা তাদের তুলে নিয়ে গেছে এমন অভিযোগ ইউপিডিএফের।

এদিকে অপহরণের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশ সুপারের।

গত ৪ জুলাই নানিয়ারচর বাজার থেকে ২ জনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও অভিযোগ তাদের।

 

Exit mobile version