Site icon Jamuna Television

জিল হোসেনের ক্ষতিপূরণ দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সি ডিগ্রি’তে প্রচারিত ‘জিল হোসেনের গ্রাজুয়েশন’ শিরোনামে অনুষ্ঠান প্রচারের পর ভুক্তভোগির ক্ষতিপূরণ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় তারা জিল হোসেনের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়ার দাবি জানান। দীর্ঘদিন সার্টিফিকেট বঞ্চিত থাকার ফলে জিল হোসেনের যে ক্ষতি হয়েছে জিল হোসেনের তা দেয়ার দাবিও জানান তারা।

উল্লেখ্য, সিরাজগঞ্জের চিলগাছা গ্রামের মোহাম্মদ জিল হোসেন ১৯৭৩ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাকে এক দফা অকৃতকার্য করানো এবং পরের বছর এক বিষয়ের পরীক্ষায় আরেক বিষয়ের নকল জুড়ে দিয়ে বহিষ্কার করার অভিযোগ করেন তিনি। মামলার পর আদালতের দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রায় ২৩ বছর পর কৃতকার্যের সনদ পেলেও কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি তিনি।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version