Site icon Jamuna Television

মাহাথিরের সাথে দেখা করলেন জাকির নায়েক

ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে, জাকির নায়েককে ভারতের প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেন মাহাথির।

ক’দিন আগেই মাহাথির জানান, জাকির নায়েক মালয়েশিয়ায় কোনো ধরনের সমস্যা তৈরি করেননি। সেখানকার আইন মেনেই তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। সেটির লঙ্ঘন না হওয়া পর্যন্ত তাকে প্রত্যর্পণের কোনো কারণ নেই।

শুধু তাই নয়, মালয়েশিয়া সরকারের এক মুখপাত্র মন্তব্য করেছেন, উইঘুর সম্প্রদায়ের কোনো মুসলিম নেতাকে চীনের কাছে হস্তান্তর করা আর জাকির নায়েককে ভারতে প্রত্যার্পণ একই বিষয়। সেটি করার কোনো কারণ নেই।

এমন পরিস্থিতিতেই শনিবার বিতর্কিত এই ধর্ম প্রচারকের সঙ্গে দেখা করেন মাহাথির মোহাম্মদ।

প্রসঙ্গত, ঢাকার গুলশানে হোলি আর্টিজান রোস্তোরায় ভয়াবহ জঙ্গি হামলার পরই এই বিতর্কিত ধর্ম প্রচারককে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকারও। কারণ, হামলার পরই উঠে আসে, জঙ্গিরা জাকির নায়েকের ভাষণে অনুপ্রাণিত হয়েছিলেন।

মুম্বাই অধিবাসী জাকির নায়েক বছরখানেক ধরেই ভারতছাড়া। তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version