Site icon Jamuna Television

আমাদের নিজেদের প্রতি আস্থা আছে: মার্টিনেজ

ছবি: সংগৃহীত

নিজেদের কাজের প্রতি আস্থা আছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। আমাদেরকে আরও শান্ত থাকতে হবে। নিজেদের কাজের প্রতি আস্থা আমাদের আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও।

অফসাইডে গোল সম্পর্কে তিনি বলেন, প্রযুক্তিতে আমার গোল বাতিল হয়। এ ব্যপারে কিছুই বলার নেই। কিন্তু বিষয়টি আমাকে ভাবাচ্ছে অনেক। আমি যদি অনসাইডে থাকতাম তাহলে ফলাফল অন্যরক্ম হতে পারতো।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ এক দল। এই দলের সবাই জানে, তারা কী করতে চায়। আমরা এরই মধ্যে অনেক কিছু কাটিয়ে উঠেছি। আমাদের শুধু শান্ত থাকতে হবে। আমরা শুধু জয়ের স্বপ্নই দেখছি।

প্রসঙ্গত, নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয় শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। ওই ম্যাচের ফলে অনেকটা চাপে আছে দলটি। পরের রাউন্ডে যাওয়ার জন্য জয়ের বিকল্প নেই দলটির সামনে। শনিবার বাংলাদেশ সময় রাত ১ টায় মেক্সিকোর মুখোমুখি হবে দলটি।

/এনএএস

Exit mobile version