Site icon Jamuna Television

মহারাষ্ট্রে ফুটওভার ব্রিজের পাটাতন ধসে নিহত ১

ভারতের মহারাষ্ট্রে ফুটওভার ব্রিজের পাটাতন ধসে একজন প্রাণ হারালেন। রোববার (২৭ নভেম্বর) এই দুর্ঘটনায় আরও ১২ জন আহত হন। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিন স্থানীয় সময় বিকাল ৫টা নাগাদ বল্লার শাহ রেলওয়ে স্টেশনে হয় এ দুর্ঘটনা। প্রায় ২০ ফুট ওপর থেকে রেললাইনে আছড়ে পড়েন ফুটওভার ব্রিজ ব্যবহারকারীরা। সৌভাগ্যক্রমে সেসময় কোনো ট্রেন চলাচল করছিলো না ঐ পথে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা।

এদিকে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ১ লাখ রুপি ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এটিএম/

Exit mobile version