Site icon Jamuna Television

বাদল ফরাজির মুক্তি চেয়ে করা রিট খারিজ

বিনা অপরাধে ভারতে কারাভোগকারী বাদল ফরাজির মুক্তি চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। তাই আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
এসময় আদালত বলেন, ফরাজির বিষয়ে সরকারের কার্যক্রম ইতিবাচক। এখন কোন রুল বা অবজারভেশন দিলে তা হিতে বিপরীত হবে।

তিনি বলেন, তার মুক্তিতে সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়া উচিত। রোববার বাদল ফরাজির মুক্তি চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনা হয়।

Exit mobile version