Site icon Jamuna Television

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবি সাংবাদিক নেতাদের

ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। এসময় তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী জড়িত তিন চিকিৎসকের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ম্যাক্স হাসপাতাল বন্ধ করে দেয়ার দাবি জানান সংবাদিক নেতারা।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, রাইফার মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তাতে প্রমাণিত হয় চিকিৎসকদের চরম অবহেলা এবং ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় রাইফার মৃত্যু হয়েছে।

জড়িত তিন চিকিৎসকের শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন চলবে উল্লেখ করে তারা জানান, দুয়েকদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Exit mobile version