Site icon Jamuna Television

মিরাজ-রিয়াদের জোড়া ফিফটিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথম ছয় ব্যাটার নিদারুণভাবে ব্যর্থ হওয়ার পর আশার আলো হয়ে জ্বলে ওঠে মিরাজ-রিয়াদের ব্যাট। তাদের জোড়া ফিফটিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ১৭৫ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। যার মধ্যে ১০০ রানই এসেছে এই দুই ব্যাটারের উইলো থেকে।

বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের বিপর্যয়ের দিনে ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক রোটেড করে এগিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে আফিফ হোসেন শূন্য রানে ফেরার পর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। এরপর আর উইকেট খোয়াতে হয়নি স্বাগতিকদের।

ইনিংসের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন মেহেদী মিরাজ। ৬১ বলে ৪টি চার আর দুটি ছক্কায় ৫৭ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে ৭৫ বলে ৪টি বাইন্ডারি হাকিয়ে ৫০ রানে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এএআর/

Exit mobile version