Site icon Jamuna Television

শীত মোকাবেলায় ১১০ কোটি ডলার সহায়তা পাচ্ছে ইউক্রেন

প্রতীকী ছবি।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর পাশাপাশি গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় রাশিয়ার জোরালো হামলার কারণে ভয়ানক এক শীতকালের মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন। আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দেশটিকে আরও ১১০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা মিত্ররা। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শীতকালীন জরুরি সহায়তা হিসেবে ইউক্রেনকে অতিরিক্ত এই অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা দেশগুলো। মূলত ইউক্রেনীয় জ্বালানি গ্রিডের ওপর রাশিয়ার আক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দেয় মিত্ররা।

এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, প্রায় ৭০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা মঙ্গলবার প্যারিসে এক বৈঠকে জড়ো হয়। যার লক্ষ্য ছিল ইউক্রেনীয়দের ‘এই শীত পার করতে’ সক্ষম করা।

প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানান, ইউক্রেনের ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের জন্য প্রায় ৮০০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রয়োজন। এই সংখ্যাটি পরিমাণের দিক থেকে অনেক বেশি, তবে সম্ভাব্য ব্ল্যাকআউটের মূল্যের চেয়ে এই অর্থ বেশ কম।

এএআর/

Exit mobile version