Site icon Jamuna Television

বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে উদ্বোধন হলো ১০০০ তালগাছের চারা রোপণ কর্মসূচী

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক এবং পুকুরপাড়ে ১০০০ তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইনসে প্রায় ১০০টি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম. রশিদ আলী ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মাষ্টারসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

এএআর/

Exit mobile version