Site icon Jamuna Television

ইউক্রেনে রাশিয়ার মিসাইল বৃষ্টি

ইউক্রেন যুদ্ধের ২৯৬ তম দিনে বৃষ্টির মতো মিসাইল বর্ষণ করেছে রুশ বাহিনী। শুক্রবার (১৬ ডিসেম্বর) ৭০টির বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইউক্রেনজুড়ে। খবর রয়টার্সের।

শুক্রবারের হামলায় কিয়েভে রুশ মিসাইলের আঘাতে একটি ফ্ল্যাটে থাকা ৩ জন ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ খেরসনে মারা গেছে আরও একজন।

এদিন সন্ধ্যায় এক ভাষণে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, রাশিয়ার কাছে ব্যাপক হামলা করার জন্য এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এসময় পশ্চিমা মিত্রদের আরও উন্নত অস্ত্র সরবরাহের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইউক্রেন যথেষ্ট শক্তিশালী। মস্কোর কাছে যতোই ক্ষেপণাস্ত্র থাকুক না কেনো, তা যুদ্ধের মোড় ঘুরাতে পারবে না।

এর আগে নতুন বছরকে সামনে রেখে রাশিয়া আরও ব্যাপক পরিসরে হামলা চালাতে পারে বলে জানিয়েছিলো কিয়েভ কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version