Site icon Jamuna Television

‘কোটা সংস্কারে সরকার সঠিক পথেই আছে’

কোটা সংস্কারে সরকার সঠিক পথেই আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সেতু ভবনে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাথে সাক্ষাতের পর তিনি বলেন, মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি যাচাই-বাছাই করছে। খুব দ্রুত একটা সমাধান আসবে; সে পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে।

এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, কোটা সংস্কার ইস্যুতে তার কোন মন্তব্য নেই। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সমাজের সব স্তরের মানুষকে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করা হয়। বাংলাদেশের উন্নয়নয়নের ধারাবাহিকতা রক্ষায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বার্নিকাট। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে সব দলের সাথে আলোচনা করা উচিত।

Exit mobile version