Site icon Jamuna Television

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হতে যাচ্ছেন সানিয়া

ছবি: সংগৃহীত

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হতে যাচ্ছেন উত্তর প্রদেশের মেয়ে সানিয়া মির্জা। ন্যাশনাল ডিফেন্স একাডেমির ২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ গৌরব যাত্রা শুরু করতে যাচ্ছেন সানিয়া। খবর এনডিটিভি’র।

হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন সানিয়া। এ বিষয়ে তিনি বলেন, হিন্দি মাধ্যমের শিক্ষার্থীরা যদি দৃঢ়প্রতিজ্ঞ হয় তবে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে।

সানিয়ার বাবা শহিদ আলি বলেন, সানিয়া দেশের প্রথম নারী ফাইটার পাইলট অবনী চতুর্বেদীকে রোল মডেল মনে করেন। শুরু থেকেই তিনি তার মতো হতে চেয়েছিলেন। সানিয়া দেশের দ্বিতীয় কন্যা, যাকে ফাইটার পাইলটের জন্য নির্বাচিত করা হয়েছে।

/এনএএস

Exit mobile version