Site icon Jamuna Television

জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ

জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র পৌঁছে দেন, দলটির উপ-দফতর সম্পাক সায়েম খান।

আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে সায়েম খান গণমাধ্যমকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, মহাসচিবসহ সারাদেশে সিনিয়র নেতাদের জেলে রেখে আওয়ামী লীগের সম্মেলনে যাবেন কিনা সিদ্ধান্ত নেবেন সিনিয়র নেতারা।

/এনএএস

Exit mobile version