Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র সফরের পরই পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আনছে ইউক্রেন

যুক্তরাষ্ট্র সফরের পর ইউক্রেনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবেই মিত্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। খবর সিএনএন এর।

এর আগে, যুক্তরাষ্ট্র সফরে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জেলেনস্কি বলেন, অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই ব্যাপক সফলতা অর্জন করেছে এ সফর। দেশে ফিরে পররাষ্ট্রনীতিকেও নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন  তিনি।

জেলেনস্কি বলেন, পররাষ্ট্রনীতিকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছি আমরা। পশ্চিমা দেশ ছাড়াও লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছি। আমাদের লক্ষ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রতিটি দেশের সাথে যোগাযোগ বাড়ানো। জাতিসংঘে যেসব দেশই আমাদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাথেই আমরা যোগাযোগ বাড়াবো।

অন্যদিকে, ইউক্রেনে হামলার পরিধিও বাড়িয়েছে রাশিয়া। শুক্রবার কারামতোরস্ক ও বাখমুতসহ বিভিন্ন এলাকায় রাতভর চলে রাশিয়ার গোলাবর্ষণ। অপেক্ষাকৃত কম বয়সীরা এলাকা ছেড়ে গেলেও বিপাকে পড়েছেন বয়স্করা। ভয় আর আতঙ্কে কাটছে প্রতিটি মুহূর্ত।

এসজেড/

Exit mobile version