Site icon Jamuna Television

যথাযোগ্য মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে বড়দিন

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, এই দিনেই বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন যিশুখ্রিস্ট। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে আনতেই পৃথিবীতে এসেছিলেন যিশু।

বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ দেশজুড়ে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। এরমধ্যে প্রার্থনায় বিশ্ব শান্তি ও মানুষের সমৃদ্ধি কামনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় অংশ নেয়া ভক্তরা যুদ্ধ, বিশৃঙ্খলা ও বৈশ্বিক সংকট থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। একইসাথে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে থাকতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেন। বড়দিন উপলক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/এমএন

Exit mobile version