নেত্রকোণায় খেলার মাঠ নিয়ে দু’পক্ষের উত্তেজনা

|

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার মদনে খেলার মাঠ নিয়ে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মদনের গোবিন্দশ্রী গ্রামের বারগরিয়া মহল্লার সামনে একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে মহল্লার শিশু, কিশোর ও যুবকরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছে। কিন্তু খেলার মাঠটির জমির মালিক একই মহল্লার আব্দুল হেকিম ও তার লোকজন সেখানে চাষাবাদ করতে চাইলে মহল্লার একটি পক্ষ মাঠটিকে খেলার মাঠ হিসাবে উম্মুক্ত রাখার দাবিতে তাতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।

মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, বারগরিয়া গ্রামের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামীকাল সোমবার বিষয়টি মীমাংসার জন্য আলোচনা করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply