Site icon Jamuna Television

‘ফুটবলের রাজা’ হয়েছিলেন যে প্রাঙ্গনে; সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে পেলেকে

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল সম্রাট পেলে। জানা গেছে, যে প্রাঙ্গন থেকে তার বিশ্ব ফুটবলের রাজা হয়ে ওঠা; শেষবারের মতো সেই সান্তোসের প্রাঙ্গণেই নিয়ে যাওয়া হবে কিংবদন্তি এ ফুটবলারকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হাসপাতালে থাকতে নিজের শেষযাত্রার বিষয়ে বলে গেছেন পেলে। যেতে চেয়েছেন শৈশবের প্রিয় সান্তোসের আরবান ক্যালদেইরা স্টেডিয়ামে। এরপর, পেলের ইচ্ছানুযায়ী তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে।

এর আগে, রীতি অনুযায়ী সমাধীস্থ করার জন্য তার মরদেহ প্রস্তুত করা হবে। সেখান থেকে ২ জানুয়ারি সকালে কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসের আরবানো ক্যালদেইরা স্টেডিয়াম প্রাঙ্গণে।

সান্তোস এফসি এর অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, আরবান ক্যালদেইরার মাঝমাঠে ২৪ ঘণ্টা রাখা হবে পেলের মরদেহ। সেখানে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাবেন জনসাধারণ। আর, ৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়।

প্রসঙ্গত, পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

/আরআইএম

Exit mobile version