Site icon Jamuna Television

শি-পুতিনের ভার্চুয়াল বৈঠকে যা আলোচনা হলো

ভার্চুয়াল বৈঠকে আলোচনায় ব্যস্ত শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার পথ সহজ হবে না। এবং, এ ইস্যুতে চীন নিজের নিরপেক্ষ অবস্থান বহাল রাখবে- বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। খবর সিএনএনের।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং।

শি জিনপিং আরও বলেন, আন্তর্জাতিক ইস্যুগুলোয় মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সমন্বয় এবং সহযোগিতা থাকা উচিত। তাহলেই, লাভবান হবে বিশ্ব। তাছাড়া, যুদ্ধের ইতি টানতে শান্তি আলোচনার ব্যাপারে পুতিনের আগ্রহকে স্বাগত জানান শি।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে আরও পরিপক্ক এবং স্থিতিশীল। আন্তর্জাতিক বিশ্বে যতোই তোলপাড় ঘটুক না কেনো; রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে সবসময় প্রস্তুত চীন। এরমাধ্যমে, লাভবান হবে দু’দেশের জনগণ, আসবে বৈশ্বিক ভারসাম্যও।

এদিকে, রুশ প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক ওই বৈঠকে বলেন- সত্য বারবার প্রমাণ করেছে নিয়ন্ত্রণ-দমন কখনও জনসমর্থন পায় না। তিনি আরও বলেন, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞাও ব্যর্থ হতে বাধ্য। কারণ, তাদের হস্তক্ষেপকে মানছেন না বেশিরভাগ মানুষ। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই রাশিয়ার পক্ষে অবস্থান জোরালো করেছে চীন। কোনো আন্তর্জাতিক মঞ্চেই এখনও পর্যন্ত মস্কোর বিরোধীতা করেনি বেইজিং।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে যে সংকট চলছে, সেটি সমাধাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীন-রাশিয়া সম্পর্ক। ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমঞ্চকে করা যাবে উন্নত। মিত্রতার নতুন যুগ দেখবে আন্তর্জাতিক মহল।

/এসএইচ

Exit mobile version