Site icon Jamuna Television

কোথায় সমাধিস্থ হবেন পেলে?

ছবি: সংগৃহীত

কিংবদন্তী ফুটবলার পেলেকে সমাহিত করা হবে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। সমাহিত করার আগে ৩ জানুয়ারি সান্তোসের রাস্তায় পেলেকে নিয়ে করা হবে প্যারেড।

জানা গেছে, মৃত্যুর আগে ফুটবলের রাজা পেলে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের শেষ ইচ্ছার কথা বলে গেছেন পরিবারের সদস্যদের কাছে। জীবনের দীর্ঘ সময় যে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন শেষবার সেই সান্তোসের মাঠে একবার যেতে চান তিনি। পেলের চাওয়া অনুযায়ী, তার মরদেহ ২ জানুয়ারি নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানে শ্রদ্ধা জানানোর জন্য পেলেকে ২৪ ঘণ্টা রাখা হবে সান্তোস প্রাঙ্গণে।

এরপর, ৩ জানুয়ারি সান্তোসের রাস্তায় প্যারেড শেষে তাকে নিয়ে যাওয়া হবে নিজ বাড়িতে। যেখানে তার মা ডোনা সেলস্তে আছেন শয্যাশায়ী অবস্থায়। শতবর্ষী পেলের মা ছেলেকে শেষবার দেখবেন। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায় পরিবারের অন্যান্য সদস্যদের পাশে সমাহিত করা হবে ফুটবল কিংবদন্তী পেলেকে।

/এসএইচ

Exit mobile version