আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

|

সারাদেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পৌষের দ্বিতীয় সপ্তাহেই দেশজুড়ে ঝেঁকে বসেছে শীত। বেলা গড়ালেও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। পাশাপাশি বইছে হিমেল হাওয়াও। কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের।

এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রাত ১টা থেকে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। তীব্র কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকাও পড়ে কয়েকটি ফেরি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply