Site icon Jamuna Television

রিকশা চালককে পুলিশের নির্যাতন, ছবি তুলতে গিয়ে মারধরের শিকার ছাত্র

রিকশা চালককে ট্রাফিক পুলিশের নির্যাতনের চিত্র ধারণ করায় রাজধানীতে এক শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখার অভিযোগ উঠেছে।

পথচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে ট্রাফিক পুলিশের কয়েকজন পান্থপথ পুলিশ বক্সে এক রিকশাচালকে মারধর করেন। এই দৃশ্য মুঠোফোনে তুলতে গেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রেজাউল করিমের ফোন ছিনিয়ে নেয় পুলিশ। মারধর করে নিয়ে যাওয়া হয় কলাবাগান থানায়।

প্রায় তিন ঘন্টা পর রাত ১২টার দিকে সাংবাদিক ও জনতার চাপে মুচলেকার বিনিময়ে রেজাউল করিমকে ছেড়ে দেয় পুলিশ।

Exit mobile version